উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ ছয়জনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন ১৩ জনের অবস্থার উন্নতি হওয়ায় তাদের কেবিনে স্থানান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত ৮টার দিকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. নাসির উদ্দিন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সিনিয়র চিকিৎসকরাও।
ডা. নাসির উদ্দিন বলেন, “বর্তমানে ৪২ জন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এদের মধ্যে ৮ জনকে আইসিইউতে রাখা হয়েছে, যাদের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক। শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় ১৩ জনকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। তাদের দ্রুত ছাড়পত্র দেওয়ার পরিকল্পনা রয়েছে, তবে পরবর্তী সময়ে ফলোআপ চিকিৎসার জন্য তারা হাসপাতালে আসবেন।”
তিনি আরও জানান, দুর্ঘটনায় দিনভর চিকিৎসাধীন অবস্থায় আরও দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে, যা অত্যন্ত বেদনাদায়ক।
চিকিৎসা সহায়তা প্রসঙ্গে তিনি বলেন, “বুধবার সিঙ্গাপুর থেকে একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল এসেছে, বৃহস্পতিবার ভারত থেকেও চিকিৎসকরা এসেছেন। চীনের বিশেষজ্ঞদের সঙ্গেও অনলাইনে আলোচনা হয়েছে। দেশের স্বাস্থ্য উপদেষ্টা এবং আগত বিশেষজ্ঞদের সঙ্গে সমন্বয় করে আহতদের সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হচ্ছে। কোমলমতি এসব শিশুদের চিকিৎসায় বিশ্বজুড়ে সহযোগিতার হাত বাড়ানো হয়েছে।”
সংবাদ সম্মেলনে জানানো হয়, আজ দুপুরে সায়মন (১৮) নামের এক শিক্ষার্থীকে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়েছে। তার শরীরে কোনো দগ্ধের চিহ্ন নেই।