
দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির কিংবদন্তি অভিনেতা রজনীকান্তের সঙ্গে এবার স্ক্রিন শেয়ার করতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালান। দীর্ঘদিনের গুঞ্জনের অবসান ঘটিয়ে এবার সত্যিই দক্ষিণী সিনেমায় অভিষেক হতে চলেছে তার।
দক্ষিণের জনপ্রিয় নির্মাতা নেলসন দিলীপকুমার পরিচালিত তামিল সিনেমা ‘জেলার ২’-এ অভিনয় করছেন বিদ্যা বালান। ছবিতে তিনি অভিনেতা মিঠুন চক্রবর্তীর বড় মেয়ের চরিত্রে অভিনয় করবেন। অন্যদিকে, খলনায়কের ভূমিকায় দেখা যাবে ‘ফাটাকেষ্ট’ খ্যাত মিঠুন চক্রবর্তীকে।
সম্প্রতি দীপাবলি উপলক্ষে ‘জেলার ২’-এর টিম শুটিং সেটের একটি নেপথ্য ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার করেছে। সেই ভিডিওতে দেখা যায় সিনেমার কয়েকটি অ্যাকশন দৃশ্য এবং রজনীকান্তসহ পুরো টিমের শুটিংয়ের ঝলক। ভিডিওটি মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে।
কেরালার মেয়ে বিদ্যা বালান এর আগেও বলিউড ও টালিউড— দুই ইন্ডাস্ট্রিতেই কাজ করেছেন। বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি রয়েছে তার গভীর টান। তবে দক্ষিণী চলচ্চিত্রে এটিই তার প্রথম পূর্ণাঙ্গ কাজ। যদিও ২০১৯ সালে ‘নেরকোন্ডা পারবাই’ সিনেমায় একটি ক্যামিও চরিত্রে দেখা গিয়েছিল তাকে।
‘জেলার ২’-এ রজনীকান্তও থাকছেন একটি বিশেষ চরিত্রে, তবে তিনি বিদ্যা বালানের বিপরীতে অভিনয় করবেন কি না, তা এখনও নিশ্চিত নয়।
বর্তমানে ছবির শুটিং চলছে চেন্নাইয়ে, পরবর্তী অংশের কাজ হবে গোয়ায়। আগামী জানুয়ারিতে শুরু হবে পোস্ট-প্রোডাকশনের কাজ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি
Leave a Reply