
সালমান শাহ হত্যা মামলার আসামি হয়ে আবারও আলোচনায় এসেছেন ঢালিউডের জনপ্রিয় খলঅভিনেতা আশরাফুল হক ডন। আদালতের নির্দেশে মামলার সব আসামির দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির পর থেকেই নতুন করে তার নাম ঘুরছে আলোচনার কেন্দ্রবিন্দুতে।
শোনা যাচ্ছে, মামলার আসামিদের বিরুদ্ধে শিগগিরই গ্রেফতারের পদক্ষেপ নেওয়া হতে পারে। ইমিগ্রেশন পুলিশকেও ইতোমধ্যে তাদের বিষয়ে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।
এই পরিস্থিতিতে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়ে পড়ে, ডন নাকি দেশ ছেড়ে পালিয়ে গেছেন। তবে নিজের ফেসবুক পেজে এক স্ট্যাটাসে তিনি এই গুজব উড়িয়ে দিয়ে লিখেছেন, “পালানোর প্রশ্নই আসে না, প্রয়োজনে আমি আইনের কাছে আত্মসমর্পণ করব।”
তবে তার এই মন্তব্যের চেয়েও বেশি আলোচনায় এসেছে একটি গান। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে ডনের কণ্ঠে গাওয়া আইয়ুব বাচ্চুর জনপ্রিয় গান ‘এখন অনেক রাত’। একটি ভিডিওতে দেখা যায়, ঘরোয়া পরিবেশে মাইক্রোফোন হাতে গানটি গাইছেন তিনি। মুহূর্তেই ভিডিওটি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।
মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই গানটি কয়েক লাখ ভিউ অতিক্রম করে। অনেকেই মন্তব্য করেছেন, “খলনায়ক হয়েও কণ্ঠে দারুণ মাধুর্য,” আবার কেউ লিখেছেন, “গানটা শুনে পুরোনো দিন মনে পড়ে গেল।”
তবে প্রশংসার পাশাপাশি এসেছে সমালোচনাও। অনেকে মন্তব্য করেছেন, “গান গাইছেন ভালো, তবে এবার কারাগারে বসে গাওয়ার প্রস্তুতি নিন,” আবার কেউ কেউ তাকে সরাসরি ‘সালমান শাহের খুনি’ আখ্যা দিয়ে দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন।
এদিকে তদন্ত সংস্থার সূত্র জানিয়েছে, সালমান শাহ হত্যা মামলার তদন্তে নতুন মোড় এসেছে। মামলার ১১ আসামির মধ্যে ডনও রয়েছেন। তদন্তে যুক্ত এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, “সালমান শাহর মৃত্যুর ঘটনায় নতুন কিছু তথ্য পাওয়া গেছে, যা যাচাই-বাছাই করা হচ্ছে।”
উল্লেখ্য, ১৯৯৬ সালের ৬ ডিসেম্বর রহস্যজনকভাবে মারা যান ঢাকাই সিনেমার অমর নায়ক সালমান শাহ। আত্মহত্যা না হত্যা—এই প্রশ্নের উত্তর প্রায় তিন দশক পরও অমীমাংসিত রয়ে গেছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি
Leave a Reply