1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন

শাহতলী কামিল মাদরাসা পরিদর্শন করলেন ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক

কালাম, চাঁদপুর রিপোর্টার
  • Update Time : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫

চাঁদপুর সদর উপজেলার শতবর্ষের ঐতিহ্যবাহী শাহতলী কামিল মাদরাসা পরিদর্শন করেছেন ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মীর মো. ইয়াছিন আলী। বৃহস্পতিবার (৬ নভেম্বর) তিনি মাদরাসায় পৌঁছালে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন মাদরাসার গভর্নিং বডির সভাপতি, দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

পরিদর্শন শেষে মাদরাসা মিলনায়তনে শিক্ষকদের সঙ্গে এক সংক্ষিপ্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নবনিযুক্ত গভর্নিং বডির সভাপতি সোহেল রুশদী এবং পরিচালনা করেন মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন।

বক্তব্যে মীর মো. ইয়াছিন আলী বলেন, “আপনাদের এ প্রাচীনতম মাদরাসার পরিবেশ অত্যন্ত সুন্দর। শিক্ষার মানোন্নয়নে আপনাদের আরও ভূমিকা রাখতে হবে। প্রতিটি শিক্ষার্থীকে কম্পিউটার স্কিল শেখাতে হবে, যাতে তারা ভবিষ্যতে দেশের কল্যাণে কাজ করতে পারে। পাশাপাশি মাদরাসা প্রাঙ্গণ সবসময় পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।”

সভাপতির বক্তব্যে সোহেল রুশদী বলেন, “আপনাকে মাদরাসার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই। এ মাদরাসাটি ১২৫ বছরের ঐতিহ্যবাহী একটি প্রতিষ্ঠান। আপনি যে দিকনির্দেশনা দিয়েছেন, শিক্ষকরা তা প্রতিপালন করবেন। আমাদের মাদরাসার অনেক প্রাক্তন শিক্ষার্থী দেশের বিভিন্ন স্থানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। শিক্ষকেরা আন্তরিক ও মেধাবী—আপনার আগমন আমাদের অনুপ্রাণিত করেছে।”

এ সময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইয়াছিন মিয়া, প্রধান মুহাদ্দিস মাওলানা আখতার হোসাইন, সহকারী অধ্যাপক মো. কামাল উদ্দিন, সহকারী অধ্যাপক (আরবি) মাওলানা কামাল হোসেন, সহকারী অধ্যাপক মাওলানা এমদাদ উল্লাহ, সহকারী অধ্যাপক মোহাম্মদুল্লাহ, সহকারী অধ্যাপক মো. বেলায়েত হোসেন মিজি, সহকারী অধ্যাপক মাওলানা এ. এন. এম. হেলাল উদ্দিন, প্রভাষক মাওলানা নাজির হোসাইন, ইংরেজি প্রভাষক সাদিয়া রহমান, প্রভাষক ছকিনা আক্তার, প্রভাষক মাওলানা আব্দুস সালাম, প্রভাষক মাওলানা হাবিবুর রহমান, প্রভাষক (ইসলামের ইতিহাস ও সংস্কৃতি) রেশমা আক্তার, প্রভাষক (হাদীস) তানজিনা, সিনিয়র শিক্ষক হাফেজ জহিরুল হক, সিনিয়র শিক্ষক মাওলানা মিজানুর রহমান, সহকারী শিক্ষক মাওলানা আব্দুল হালিম গাজী, সহকারী শিক্ষক মো. হাবিবুর রহমান, সহকারী শিক্ষক মাওলানা বাহাউদ্দিন, সহকারী শিক্ষক মাওলানা আনিসুর রহমান, নবাগত সহকারী মৌলভী মো. আমিনুল ইসলাম, সহকারী শিক্ষক হালিমা আক্তার, ইবতেদায়ী প্রধান শরীফ মো. মোস্তফা খান, সহকারী শিক্ষক (শরীরচর্চা) মো. শরীফ হাওলাদার, জুনিয়র শিক্ষক সায়মা বিনতে ইব্রাহিম, ইবতেদায়ী কারী হাফেজ জাহাঙ্গীর, হিসাবরক্ষক মো. শরীফুর রহমান খান, অফিস সহকারী মো. রিয়াদ হোসেন ও মো. শরীফ খানসহ অন্যান্য শিক্ষক ও কর্মচারীরা।

Share This Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!