1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন

ওয়াটার অ্যাম্বুলেন্সটি দীর্ঘদিন ধরে অকেজো

সানু, লক্ষ্মীপুর প্রতিনিধি
  • Update Time : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ চর আবদুল্লাহসহ চরাঞ্চলে বসবাসরত অবহেলিত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কেনা ওয়াটার অ্যাম্বুলেন্সটি দীর্ঘদিন ধরে অকেজো অবস্থায় পড়ে আছে। চরবাসীর জন্য কেনা এই অ্যাম্বুলেন্সটি স্বাস্থ্যসেবা কিংবা জরুরি কোনো কাজেই ব্যবহার করা হচ্ছে না বলে অভিযোগ উঠেছে।

২০২২ সালের অক্টোবর মাসে ‘স্বপ্নযাত্রা’ নামের ওয়াটার অ্যাম্বুলেন্সটির উদ্বোধন করেন তৎকালীন লক্ষ্মীপুর জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ। দুর্গম চরাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং প্রাকৃতিক দুর্যোগে উদ্ধার কাজে অংশ নেওয়ার লক্ষ্যে অ্যাম্বুলেন্সটি কেনা হয়।

স্থানীয় সূত্রগুলো জানায়, উপজেলা পরিচালনা ও উন্নয়ন প্রকল্প (UGDP) এর মাধ্যমে বাংলাদেশ সরকার ও জাইকার যৌথ অর্থায়নে রামগতি উপজেলা প্রকৌশলী দপ্তর অ্যাম্বুলেন্সটি ক্রয় করে চর আবদুল্লাহসহ বিভিন্ন চরাঞ্চলের মানুষের জন্য বরাদ্দ দেয়।

চর আবদুল্লাহর বাসিন্দা মো. পারভেজ জানান, উদ্বোধনের প্রথম দিকে কয়েকজন রোগী সেবা পেলেও গত দুই বছরে এ অ্যাম্বুলেন্সের মাধ্যমে কোনো রোগী চিকিৎসা সেবা পায়নি। জরুরি প্রয়োজনে যোগাযোগের জন্য কোনো মোবাইল নম্বরও নেই। তার অভিযোগ, “এই অ্যাম্বুলেন্সটি দিয়ে শুধু উপজেলা প্রশাসনের লোকজনই তাদের কাজ সারেন।”

আরেক বাসিন্দা সাদ্দাম বলেন, “চরবাসীর জন্য বরাদ্দকৃত এই ওয়াটার অ্যাম্বুলেন্সটির সেবা আমরা একদিনও পাইনি। শুধু নামেই এটি চরবাসীর জরুরি সেবার জন্য।”

এ বিষয়ে জানতে রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ আমজাদ হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

Share This Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!