1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ০২ জুলাই ২০২৫, ১২:১৪ অপরাহ্ন

দেশের বিভিন্ন বিভাগে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টির শঙ্কা

প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ২২ মার্চ, ২০২৫

আবহাওয়া অফিস জানিয়েছে, ঢাকাসহ দেশের তিন বিভাগ—রংপুর, রাজশাহী ও ময়মনসিংহের বিভিন্ন জেলার ওপর দিয়ে বজ্রপাতসহ কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার শঙ্কা রয়েছে। একই সঙ্গে কিছু জায়গায় বিক্ষিপ্ত শিলাবৃষ্টিও হতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, শনিবার (২২ মার্চ) ঢাকা, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে।

কালবৈশাখী ঝড়টি রংপুর বিভাগের পঞ্চগড়, ঠাকুরগাঁও ও দিনাজপুর জেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করে দক্ষিণ-পূর্ব দিকে নীলফামারী, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধার ওপর দিয়ে অতিক্রম করে রাজশাহী ও ময়মনসিংহ বিভাগে অগ্রসর হওয়ার আশঙ্কা রয়েছে।

এছাড়া সকাল ৭টার পর থেকে দুপুর ১২টার মধ্যে ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের বিভিন্ন জেলার ওপর দিয়ে হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া গবেষক পলাশ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট