
মিরপুরের স্পিন স্বর্গে প্রথম ওয়ানডেতে বাজেভাবে হারের পর ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে দ্বিতীয় ম্যাচে ৫ স্পিনার নিয়ে নেমেছিল ওয়েস্ট ইন্ডিজ। পরিকল্পনাটা দারুণভাবে কাজে লাগিয়েছে তারা। মূল ম্যাচ শেষে সমতা, আর সুপার ওভারে মুদাকেশ মোতির স্পিনে ১ রানে রোমাঞ্চ জয় তুলে নেয় ক্যারিবিয়ানরা। ফলে তিন ম্যাচ সিরিজে ১-১ সমতা ফিরেছে।
আগে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজকে ২১৪ রানের লক্ষ্য দেয় বাংলাদেশ। জবাবে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২১৩ রান তুলতে পারে সফরকারীরা, ফলে ম্যাচ গড়ায় সুপার ওভারে।
সুপার ওভারে ব্যাট করতে নেমে দ্বিতীয় বলেই ক্যাচ আউট হন রাদারফোর্ড। তবে শাই হোপের ৭ ও ব্যান্ডন কিংয়ের ৩ রানে ১০ রানের লক্ষ্য দাঁড় করায় ওয়েস্ট ইন্ডিজ। জবাবে বাংলাদেশ শুরুতেই নো-বলে ৪ রান পায়। ফলে ৫ বলে প্রয়োজন ছিল ৬ রান। কিন্তু সৌম্য সরকারের ক্যাচ আউট ও শেষ বলে দুর্দান্ত ডেলিভারিতে বাংলাদেশকে মাত্র ১ রানে থামিয়ে দেন মোতি।
নির্ধারিত ওভারে শেষ ৬ বলে ৫ রান দরকার ছিল ওয়েস্ট ইন্ডিজের। কিন্তু টাইগারদের স্পিন ঘূর্ণিতে মাত্র ৪ রান তুলতে পারে সফরকারীরা, ফলে ম্যাচ যায় টাইতে। ওয়েস্ট ইন্ডিজের হয়ে অধিনায়ক শাই হোপ খেলেন ৬৫ বলে ৫০ রানের ইনিংস। তাকে যোগ্য সঙ্গ দেন জাস্টিন গ্রিভস (২৬)।
বাংলাদেশের পক্ষে রিশাদ হোসেন ৩টি, নাসুম আহমেদ ও তানভীর ইসলাম ২টি করে উইকেট নেন।
টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ১৬ বলে ৬ রান করে ফিরেন সাইফ হাসান। একপ্রান্ত আগলে লড়াই করেন সৌম্য সরকার, কিন্তু ৪৫ রানে আউট হয়ে ফিফটি মিস করেন মাত্র ৫ রানে। হৃদয় (১২), শান্ত (১৫), অঙ্কন (১৭) ব্যর্থ হন। এরপর মেহেদী হাসান মিরাজ (৩২ বলে ৫৮*) ও রিশাদ হোসেনের (১৪ বলে ৩৯) জুটিতে ২১৩ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ পায় বাংলাদেশ।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে মুদাকেশ মোতি নেন ৩ উইকেট; অ্যালিক অ্যাথানাজে ও আকিল হোসেন শিকার করেন ২টি করে উইকেট।
তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে শুক্রবার (২৪ অক্টোবর) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। সেই ম্যাচেই নির্ধারিত হবে সিরিজের ভাগ্য।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি
Leave a Reply