1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০৬:৫৮ পূর্বাহ্ন

ইব্রাহিম মূসার আলোচিত গ্রন্থ ‘হোয়াট ইজ এ মাদরাসা?’ এখন বাংলায়

সাহিত্য ডেস্ক
  • Update Time : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

ভারতীয় উপমহাদেশের ইসলামি শিক্ষার ওপর রচিত বিশিষ্ট গবেষক ইব্রাহিম মূসার বহুল আলোচিত গ্রন্থ What Is a Madrasa?–এর বাংলা অনুবাদ প্রকাশ করেছে চৈতন্য প্রকাশন। বইটি বাংলায় অনুবাদ করেছেন লেখক ও অনুবাদক মোহাম্মদ বশির উদ্দিন, এবং ভূমিকা লিখেছেন যুক্তরাষ্ট্রের জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের জাস্টিস অ্যান্ড পিস স্টাডিস প্রোগ্রামের সহকারী অধ্যাপক ড. হেলাল মুহাম্মদ খান।

২০১৫ সালে ইউনিভার্সিটি অব নর্থ ক্যারোলাইনা প্রেস থেকে প্রকাশের পর বইটি ইসলামি জ্ঞানচর্চার জগতে ব্যাপক আলোচনার জন্ম দেয়। ভারতে ও পাকিস্তানে এটি উর্দু ভাষায় অনূদিত হওয়ার পর এবার বাংলায় প্রকাশিত হলো।

ড. হেলাল মুহাম্মদ খান ভূমিকায় লিখেছেন— ‘হোয়াট ইজ এ মাদরাসা?’ একাধারে আত্মজীবনী, সাংস্কৃতিক নৃবিজ্ঞান ও সমালোচনামূলক প্রবন্ধ। চারটি অধ্যায়ে বিভক্ত বইটি মাদরাসা নামক প্রতিষ্ঠানের ভেতরের জগৎকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে তুলে ধরেছে। লেখকের দেওবন্দে ছাত্রজীবনের অভিজ্ঞতা থেকে শুরু করে ৯/১১–পরবর্তী বৈশ্বিক প্রেক্ষাপটে মাদরাসার রাজনৈতিকীকরণ পর্যন্ত বিস্তৃত এই বই পাঠককে নিয়ে যায় এক জ্ঞানসন্ধানী ও আবেগঘন যাত্রায়। পশ্চিমা ভুল ধারণা ভেঙে মূসা মাদরাসাকে উপস্থাপন করেছেন নৈতিক প্রশিক্ষণ ও আত্মিক অন্বেষণের এক বৈচিত্র্যপূর্ণ পরিসর হিসেবে।

বইটি সাধারণ পাঠক, শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য লেখা। এতে মাদরাসার সাংস্কৃতিক, বুদ্ধিবৃত্তিক ও ধর্মীয় অভিজ্ঞতাগুলোর প্রভাব নিয়ে বিশ্লেষণধর্মী আলোচনা রয়েছে। এটি মূলত তাদের গল্প বলে, যারা ইসলামের ধ্রুপদী জ্ঞানচর্চা ও পাণ্ডিত্যের ঐতিহ্যের সঙ্গে যুক্ত।

ইব্রাহিম মূসা ইসলামি শিক্ষার ভিত গড়েছেন ভারতের দুটি বিখ্যাত বিদ্যাপীঠ—দারুল উলুম দেওবন্দ ও নদওয়াতুল উলামাতে। যুক্তরাজ্যে সাংবাদিক হিসেবে কর্মজীবন শুরু করলেও পরে গবেষণা ও শিক্ষকতায় মনোনিবেশ করেন। কেপটাউন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি অর্জনের পর সেখানেই ইসলামিক স্টাডিজ পড়িয়েছেন। পরবর্তীতে ডিউক ও স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের নটরডেম বিশ্ববিদ্যালয়ে ইসলামিক থট অ্যান্ড মুসলিম সোসাইটিজ-এর মির্জা ফ্যামিলি অধ্যাপক হিসেবে কর্মরত।

ধর্মতত্ত্ব ও ইতিহাসের শিক্ষক হলেও ইসলামি নীতিশাস্ত্র, আইন, দর্শন ও আধুনিকতা নিয়ে গবেষণার জন্য বিশ্বব্যাপী তার খ্যাতি রয়েছে। তিনি বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের একজন। ভারতীয় উপমহাদেশের মাদরাসা শিক্ষার্থীদের নিয়ে পরিচালিত ‘মাদ্রাসা ডিসকোর্সেস’ প্রকল্পের নেতৃত্ব দিচ্ছেন তিনি।

২০০৫ সালে প্রকাশিত তার আরেকটি বই Ghazali and the Poetics of Imagination ২০০৬ সালে আমেরিকান একাডেমি অব রিলিজিয়ন কর্তৃক সেরা প্রথম গ্রন্থের পুরস্কার লাভ করে।

বাংলা অনুবাদে প্রকাশিত ‘হোয়াট ইজ এ মাদরাসা?’ বইটি বাংলাদেশের অভিজাত বইয়ের দোকান ছাড়াও অনলাইন প্ল্যাটফর্ম রকমারি ডটকমে পাওয়া যাচ্ছে।

Share This Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!