
প্রথম দুই ম্যাচ হেরে আগেই ওয়ানডে সিরিজ হার নিশ্চিত করেছিল বাংলাদেশ। তৃতীয় ও শেষ ম্যাচে লক্ষ্য ছিল সান্ত্বনার জয় পাওয়া, কিন্তু তা আর সম্ভব হয়নি। আফগানিস্তানের দেওয়া ২৯৪ রান তাড়া করতে নেমে বাংলাদেশ গুটিয়ে গেছে মাত্র ৯৩ রানে। ফলে ২০০ রানের বিশাল ব্যবধানে হেরে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে দলটি।
আবুধাবির ব্যাটিং সহায়ক উইকেটে টস জিতে প্রথমে ব্যাটিং নেয় আফগানিস্তান। শুরুতেই ৯৯ রানের জুটি গড়েন দুই ওপেনার। দ্বিতীয় উইকেটেও যোগ হয় ৭৪ রান। রহমানুল্লাহ গুরবাজ ৪২ রান এবং সাদেকুল্লাহ আতাল ২৯ রান করেন। পার্ট টাইম স্পিনার সাইফ হাসান আফগান অধিনায়ক হাসমতউল্লাহ শহিদীকে ২ রানে ফেরান।
ওপেনার ইব্রাহিম জাদরান সেঞ্চুরি মিস করেন মাত্র ৫ রানে। ১১১ বলে ৯৫ রান করে রান আউট হন তিনি। তার ইনিংসে ছিল সাতটি চার ও দুটি ছক্কা। ইকরাম আলী খিল ২ রানে আউট হলে ১৮৮ রানে ৫ উইকেট হারায় আফগানিস্তান। তবে শেষ দিকে মোহাম্মদ নবি ঝড় তোলেন।
২৫ বলে ২৪ রান করার পর শেষ দুই ওভারে আরও ৩৮ রান যোগ করেন তিনি। হাসান মাহমুদের শেষ ওভারে তিনটি চার ও এক ছক্কায় ১৯ রান নেন নবি। শেষ পর্যন্ত ৩৭ বলে ৬২ রানে অপরাজিত থেকে আফগানিস্তানকে ৯ উইকেটে ২৯৩ রানে পৌঁছে দেন তিনি।
জবাবে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ। ৩৫ রানের উদ্বোধনী জুটি আসে সাইফ হাসান ও নাঈম শেখের ব্যাটে। কিন্তু এরপর ব্যাটিং লাইন ভেঙে পড়ে। নাঈম ১৬ বলে ৩ রান করে ফিরে যান, এরপর একে একে আউট হন নাজমুল হোসেন শান্ত (৩), তাওহীদ হৃদয় (৭), মেহেদী হাসান মিরাজ (৬), শামীম পাটোয়ারি (০) ও নুরুল হাসান (২)।
শেষদিকে কেউই প্রতিরোধ গড়তে পারেননি। ওপেনার সাইফ হাসান একমাত্র ব্যাটার যিনি কিছুটা লড়াই করেন—৫৪ বলে তিন ছক্কা ও দুই চারে ৪৩ রান করেন তিনি। তবে তার ইনিংসও দলের বড় বিপর্যয় ঠেকাতে পারেনি। ৯৩ রানে অলআউট হয়ে ২০০ রানের বিশাল ব্যবধানে হার মেনে নেয় বাংলাদেশ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি
Leave a Reply