
ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো কেবল ভারতের বাইরের ভেন্যুতে হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ তথ্য জানান।
তৌহিদ হোসেন বলেন, একজন ক্রিকেটার সীমিত সময়ের জন্য যাত্রা করবে এবং খেলা শেষে দেশে ফিরে আসবে। তবে যদি তাদের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব না হয়, দল খেললেও সমর্থকরা যাত্রা করবে এবং তাদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তৈরি হবে। তিনি বলেন, “আমরা কি করে বিশ্বাস করব, তারা নিরাপদে থাকবে?”
পররাষ্ট্র উপদেষ্টা আরও জানান, হিন্দুত্ববাদী কিছু সংগঠন বাংলাদেশবিরোধী কার্যকলাপ চালাচ্ছে, যার কারণে ভারতীয় নিরাপত্তাবাহিনীর পক্ষে খেলোয়ারদের সঠিকভাবে নিরাপত্তা দেওয়াটা কঠিন। তাই বাংলাদেশ খেলবে, তবে এমন ভেন্যুতে যেখানে এই ধরনের সমস্যা থাকবে না।
এ ঘটনায়, সম্প্রতি আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেয়ার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আইসিসিকে জানিয়েছে যে দল ভারতে যাওয়া হবে না। ভারত ছাড়া ভেন্যুতে ম্যাচ আয়োজনের পাশাপাশি বিসিবি শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের প্রস্তাবও দিয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি
Leave a Reply