বাংলাদেশ নারী দল নাটকীয় সমীকরণে ২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে। পাকিস্তানের কাছে হারের পর তাদের ভাগ্য নির্ভর করছিল ওয়েস্ট ইন্ডিজ ও থাইল্যান্ড ম্যাচের ওপর।
থাইল্যান্ড ১৬৬ রানে অলআউট হলে ওয়েস্ট ইন্ডিজকে ১০ ওভারের মধ্যে জয় পেতে হতো। সমীকরণ ছিল আরও—স্কোর সমান করে চার মারলে ১০.৪ ওভারে, ছক্কা মারলে ১১ ওভারে জিতলেই চলত।
কিন্তু ক্যারিবীয়রা জয় পেলেও করেছে ১০.৫ ওভারে। স্কোর সমান করে চার বা ছক্কা না মারায় পিছিয়ে পড়ল তারা। ফলে নেট রানরেটে (বাংলাদেশ ০.৬৩৯, ওয়েস্ট ইন্ডিজ ০.৬২৬) এগিয়ে থেকে বিশ্বকাপে জায়গা পায় বাংলাদেশ।
থাইল্যান্ডকে ২৩৫ বল হাতে রেখে ৬ উইকেটে হারিয়েও বিদায় নিতে হয় ওয়েস্ট ইন্ডিজকে।
আগামী ২৯ সেপ্টেম্বর ভারতে শুরু হবে নারী ওয়ানডে বিশ্বকাপ। ছয় দলের বাছাইপর্ব থেকে পাকিস্তান (৫ জয়) ও বাংলাদেশ কোয়ালিফাই করেছে। শেষ হাসি হেসেছে নিগার সুলতানার দল।