যুক্তরাজ্যে সফররত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে বৈঠকে মিলিত হয়েছেন।
শুক্রবার (১৩ জুন) লন্ডনের স্থানীয় সময় সকাল ৯টায় (বাংলাদেশ সময় দুপুর ২টা) পার্ক লেনের হোটেল ডোরচেস্টারে বৈঠকটি শুরু হয় এবং তা চলে বেলা ১১টা পর্যন্ত।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, তারেক রহমান বাংলাদেশ সময় দুপুর ১টায় বাসা থেকে বৈঠকের উদ্দেশ্যে রওনা হন। তার সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং আন্তর্জাতিকবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
দলীয় সূত্র জানিয়েছে, বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক সংকট, আসন্ন নির্বাচন, সম্ভাব্য সময়সূচি, রাজনৈতিক সংস্কার ও ‘জুলাই চার্টার’ বিষয়ে আলোচনা হয়েছে।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, এই বৈঠকের কোনো নির্ধারিত কাঠামো না থাকলেও যেহেতু তারেক রহমান বাংলাদেশের একটি বড় রাজনৈতিক দলের নেতা, তাই গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের জানান, ড. ইউনূসের অবস্থান করা হোটেলেই এ বৈঠক অনুষ্ঠিত হয়।
এ বৈঠককে রাজনৈতিক বিশ্লেষকেরা সম্ভাব্য ‘টার্নিং পয়েন্ট’ হিসেবেও দেখছেন।