1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন

চট্টগ্রামে ছুরিকাঘাতে যুবক নিহত

লিমন, স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম
  • Update Time : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫

চট্টগ্রাম নগরীর হালিশহরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মো. আকবর (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

ঘটনা ঘটেছে শুক্রবার (৭ নভেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে, হালিশহর থানাধীন চুনা ফ্যাক্টরির শাপলা আবাসিকের মুখে। নিহত আকবর ওই এলাকায় একটি লোহার ডিপোতে কর্মরত ছিলেন।

নিহতের বোন জানান, আকবরকে একটি মোটরসাইকেলযোগে এসে ৪–৫ জনের একদল দুর্বৃত্ত এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। সেখানে আরও লোকজন উপস্থিত থাকলেও ভয়ে কেউ এগিয়ে আসেনি। দুর্বৃত্তরা কাজ শেষ করে চলে গেলে স্থানীয়রা আকবরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয় দোকানদারদের অভিযোগ, কিছু দুর্বৃত্তকে তারা চেনেন।

চমেকের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশিক জানান, গুরুতর আহত আকবরকে আনার পর চিকিৎসকরা মৃত ঘোষণা করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে

এ বিষয়ে হালিশহর থানার ওসি জাকির হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি এবং ক্ষুদেবার্তা পাঠানোয় কোনো সাড়া পাওয়া যায়নি।

Share This Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!