
ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান—মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করলেও অভিনয়ের সাবলীলতা তাকে এনে দিয়েছে বিশেষ পরিচিতি। ধারাবাহিক নাটক ‘ইউনিভার্সিটি’ দিয়ে টেলিভিশনে পথচলা শুরু করেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের অভিনয়জীবনের নানা উত্থান–পতন নিয়ে অকপটে কথা বলেন এই অভিনেতা।
জোভান বলেন,
“আমার মতো এত বেশি উত্থান–পতন কেউ হয়তো দেখেনি। খুব ছোট ক্যারিয়ার থাকার পরও অনেক ওঠা–নামার অভিজ্ঞতার মুখোমুখি হয়েছি।”
১২ বছরের দীর্ঘ কাজের পথচলা স্মরণ করে তিনি আরও যোগ করেন,
“আমার নাটকের ক্যারিয়ার ১২ বছর পার করেছে। এত উত্থান–পতনের পরও দর্শকের ভালোবাসা ধরে রাখতে পেরেছি—এটা আল্লাহর বড় রহমত।”
উল্লেখ্য, জোভান ২০১১ সালে প্রাণ কোম্পানির একটি টেলিভিশন বিজ্ঞাপনে মডেল হিসেবে যাত্রা শুরু করেন। এরপর ২০১৩ সালে আতিক জামানের ধারাবাহিক নাটক ‘ইউনিভার্সিটি’ মাধ্যমে ছোট পর্দায় তার অভিষেক হয়। তারপর থেকে নিয়মিত অভিনয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি এবং প্রতি বছরই নতুনভাবে দর্শকের ভালোবাসা অর্জন করছেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি
Leave a Reply