1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
শুক্রবার, ১৬ মে ২০২৫, ০৬:২২ পূর্বাহ্ন

মাগফেরাতের ১০ দিন: ক্ষমা ও করুণা লাভের সুযোগ

মোঃ এম রহমান
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫

পবিত্র রমজান মাসের দ্বিতীয় দশককে বলা হয় মাগফেরাতের দশক—যেখানে আল্লাহর অফুরন্ত ক্ষমা বর্ষিত হয়। এ সময় তিনি বান্দাদের গুনাহ মাফ করে দেন, যদি তারা আন্তরিকভাবে তওবা করে এবং তাঁর রহমত প্রার্থনা করে।

রমজান শুধু সংযমের মাসই নয়, বরং এটি আত্মশুদ্ধিরও মাস। প্রথম দশক রহমতের, দ্বিতীয় দশক মাগফেরাতের এবং শেষ দশক নাজাতের। এই দশ দিনে আমাদের বেশি বেশি ইস্তিগফার (ক্ষমা প্রার্থনা) করতে হবে এবং আল্লাহর কাছে গুনাহ থেকে মুক্তির জন্য কাঁদতে হবে। কারণ, নবীজি (সা.) বলেছেন—যে ব্যক্তি রমজানে খালেস নিয়তে ক্ষমা চায়, আল্লাহ তাকে ক্ষমা করে দেন।

এ সময় আমাদের উচিত পাঁচ ওয়াক্ত নামাজের পর আস্তাগফিরুল্লাহ বলা, রাতে তাহাজ্জুদ আদায় করা, দরিদ্রদের সাহায্য করা, পবিত্র কুরআন তিলাওয়াত করা এবং মনের সব傲কার পরিত্যাগ করে বিনীতভাবে আল্লাহর দরবারে ফিরে যাওয়া।

আমরা সবাই ভুল করি, কিন্তু আল্লাহ পরম দয়ালু ও ক্ষমাশীল। তিনি কুরআনে বলেছেন,
“হে আমার বান্দারা! যারা নিজেদের প্রতি জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করেন।” (সূরা আয-জুমার: ৫৩)

তাই আসুন, আমরা এই মাগফেরাতের দশককে কাজে লাগাই, আল্লাহর কাছে খাঁটি তওবা করি এবং তাঁর অসীম দয়া ও ক্ষমার ছায়াতলে আশ্রয় গ্রহণ করি। যেন আমরা দুনিয়া ও আখিরাতে সফল হতে পারি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট