1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
শুক্রবার, ১৬ মে ২০২৫, ০৭:৩৬ পূর্বাহ্ন

২৬ মার্চ: স্বাধীনতার অহংকার

সম্পাদকীয়
  • প্রকাশিত: বুধবার, ২৬ মার্চ, ২০২৫

স্বাধীনতার সূর্য কখনো ম্লান হয় না। ২৬ মার্চ সেই গৌরবের দিন, যে দিনটি আমাদের স্বাধীন অস্তিত্বের ঘোষণা দেয়।  পাকিস্তানি শাসকদের বর্বর নির্যাতন, রক্তক্ষয়ী যুদ্ধ, অসংখ্য শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত আমাদের এই স্বাধীনতা।

আজকের দিনে আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি সেই অকুতোভয় মুক্তিযোদ্ধাদের, যাঁদের আত্মত্যাগের ফলে আমরা পেয়েছি একটি স্বাধীন দেশ, একটি নিজস্ব পতাকা ও মানচিত্র। স্বাধীনতার ৫৩ বছর পেরিয়ে এসেও আমাদের সামনে নতুন চ্যালেঞ্জ এসেছে—দারিদ্র্য দূর করা, দুর্নীতি নির্মূল করা, শিক্ষা ও প্রযুক্তিতে এগিয়ে যাওয়া, একটি সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা।

স্বাধীনতা কেবল একটি পতাকা বা মানচিত্রের নাম নয়, এটি আত্মমর্যাদা, আত্মনির্ভরশীলতা ও সমৃদ্ধি অর্জনের শপথ। আমাদের দায়িত্ব এখন এই অর্জিত স্বাধীনতাকে অর্থবহ করা, মুক্তিযুদ্ধের চেতনাকে হৃদয়ে লালন করা এবং আগামী প্রজন্মকে সত্যিকারের দেশপ্রেমে উদ্বুদ্ধ করা।

এই মহান দিনে আসুন, আমরা শপথ নিই—বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেব, মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে দুর্নীতি, বৈষম্য ও কুসংস্কারের বিরুদ্ধে রুখে দাঁড়াব। তবেই আমাদের স্বাধীনতা সত্যিকার অর্থে সার্থক হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট