1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ০২ জুলাই ২০২৫, ০৮:৫৬ পূর্বাহ্ন

ঈদের নামাজ আদায় করতে পারলেন না ইমরান খান, ক্ষোভে ফুঁসছে সমর্থকরা

প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫

নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হওয়া পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ঈদের নামাজ আদায় করতে পারেননি। নিরাপত্তার কারণ দেখিয়ে রাওয়ালপিন্ডির আদিয়ালা জেল কর্তৃপক্ষ তাকে কারাগারের অন্যান্য কয়েদিদের সঙ্গে নামাজ পড়তে দেয়নি। এই সিদ্ধান্ত জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়েছেন ইমরানের দলের নেতা-কর্মীরা এবং আদিয়ালা জেল ঘেরাওয়ের ডাক দিয়েছেন তারা। এর পরিপ্রেক্ষিতে কারা কর্তৃপক্ষ বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।

তৃতীয়বারের মতো কারাগারে ঈদ

২০২৩ সালের আগস্ট থেকে আদিয়ালা জেলের বিশেষ সেলে বন্দি রয়েছেন ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবি। এ নিয়ে টানা তৃতীয়বার ঈদুল ফিতর কারাগারেই কাটালেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী। সোমবার কারাগারের কেন্দ্রীয় মসজিদে ঈদের নামাজের বিশেষ আয়োজন করা হলেও তাতে অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়নি ইমরান খানকে।

ঈদের উপহার পেলেও সন্তানদের সঙ্গে দেখা হলো না

নামাজ পড়তে না পারলেও কারা কর্তৃপক্ষ ইমরান খানকে ঈদের উপহার হিসেবে চার সেট নতুন পোশাক, এক জোড়া জুতা ও একটি কোমরকোট দিয়েছে। ঈদের দুদিন আগে আদালত তার সন্তানদের সঙ্গে দেখা করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিলেও প্রক্রিয়াগত জটিলতার কারণে সেই সাক্ষাৎ সম্ভব হয়নি।

কারাগারের নিরাপত্তা জোরদার

ইমরান খানকে ঈদের নামাজ আদায়ের অনুমতি না দেওয়ার ঘটনায় তার সমর্থক ও দলের নেতা-কর্মীরা ক্ষোভে ফুঁসছে। সম্ভাব্য বিক্ষোভ প্রতিহত করতে আদিয়ালা কারাগারের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কারাগারের আশপাশে ৮টি অতিরিক্ত চেকপয়েন্ট বসানো হয়েছে এবং প্রায় ২০০ নিরাপত্তা কর্মকর্তা ও কর্মী মোতায়েন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট