1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ০৯:৪৮ অপরাহ্ন

বাংলাদেশের হৃদয় বিদারক হার: সিঙ্গাপুরের কাছে ১-২ গোলে পরাজয়

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ জুন, ২০২৫

হামজা চৌধুরী, রাকিব হোসেন ও শমিত সোমরার অসাধারণ পারফরম্যান্স সত্ত্বেও শেষ পর্যন্ত জয়ের দেখা পেল না বাংলাদেশ। সিঙ্গাপুরের চেয়ে বেশি সুযোগ তৈরি করলেও গোলের সন্ধানে ব্যর্থ হয়ে ১-২ গোলে ম্যাচটি হেরেছে হাভিয়ের কাবরেরার দল।

ম্যাচের উভয় অর্ধে গোল খেয়ে ২-০তে পিছিয়ে পড়েছিল বাংলাদেশ। তবে হামজার চমৎকার রক্ষণভেদী পাস থেকে রাকিব হোসেনের গোলে আবারও সমতায় ফেরে তারা। এরপর একের পর এক সুযোগ তৈরি করলেও আর গোল করতে পারেনি বাংলাদেশ। এমনকি ম্যাচের শেষ সেকেন্ডে শাহরিয়ার ইমনের শক্তিশালী হেডটি সিঙ্গাপুরের গোলরক্ষক কোনোমতে ঠেকিয়ে দেন। সঙ্গে সঙ্গেই রেফারি ফাইনাল হুইসল বাজান, এবং বাংলাদেশের জন্য রয়ে যায় বেদনাদায়ক পরাজয়।

উত্তেজনা ও রোমাঞ্চে ভরা এই ম্যাচে বাংলাদেশের লড়াই প্রশংসা কুড়ালেও কাঙ্ক্ষিত ফল পেল না।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!