1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০৩:০৫ পূর্বাহ্ন

মধ্যপ্রাচ্যের ছয়টি দেশে নিষিদ্ধ হতে পারে ‘ধুরন্ধর’

বিনোদন ডেস্ক
  • Update Time : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫

ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’-এর একটি গোপন অভিযানকে কেন্দ্র করে নির্মিত রণবীর সিং অভিনীত বলিউড সিনেমা ‘ধুরন্ধর’ মধ্যপ্রাচ্যের ছয়টি দেশে নিষিদ্ধ হতে চলেছে বলে জানা গেছে। ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ছবিটির বিষয়বস্তুতে পাকিস্তানকে যুক্ত করায় এমন সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

আদিত্য ধর পরিচালিত এই সিনেমাটি পাকিস্তানের লিয়ারি শহরের গ্যাংস্টারদের বিরুদ্ধে ‘র’-এর একটি অভিযানকে কেন্দ্র করে নির্মিত। বক্স অফিসে ছবিটি সফল হলেও বিষয়বস্তু ঘিরে শুরু থেকেই বিতর্ক রয়েছে। পাকিস্তান থেকেও সিনেমাটি নিয়ে ইতিবাচক ও নেতিবাচক—দুই ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে।

জানা গেছে, বাহরিন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে এখনো ‘ধুরন্ধর’ মুক্তি পায়নি। ছবিটির নির্মাতারা এসব দেশে মুক্তির জন্য ছাড়পত্রের আবেদন করলেও কোনো দেশ থেকেই অনুমতি মেলেনি।

সংশ্লিষ্ট সূত্রগুলোর ধারণা, পাকিস্তান-বিরোধী কনটেন্ট থাকার কারণে মধ্যপ্রাচ্যের দেশগুলো ছবিটি মুক্তির অনুমতি দিচ্ছে না। অতীতেও এ ধরনের বিষয়বস্তু থাকা একাধিক বলিউড সিনেমা সেখানে মুক্তির সুযোগ পায়নি।

এর আগে হৃতিক রোশন ও দীপিকা পাড়ুকোন অভিনীত ‘ফাইটার’ সিনেমাটিও পুলওয়ামা হামলার প্রসঙ্গ থাকায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মুক্তির অনুমতি পায়নি। ওই দেশগুলোর আশঙ্কা ছিল, ছবিটি পাকিস্তানকে নেতিবাচকভাবে উপস্থাপন করতে পারে। একই কারণে অক্ষয় কুমারের ‘স্কাই ফোর্স’ এবং জন আব্রাহামের ‘দ্য ডিপ্লোম্যাট’ সিনেমাও মধ্যপ্রাচ্যে মুক্তি পায়নি।

Share This Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!