1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৩ পূর্বাহ্ন

হত্যাচেষ্টা ও মারধরের মামলায় গ্রেপ্তারের ঘণ্টা কয়েকের মধ্যেই হিরো আলম জামিনে মুক্ত

অনলাইন ডেস্ক
  • Update Time : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫

সাবেক স্ত্রীর দায়ের করা হত্যাচেষ্টা ও মারধরের মামলায় গ্রেপ্তারের ঘণ্টা কয়েকের মধ্যেই কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম জামিন পেয়েছেন। শনিবার বিকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাকিবুল হাসান তার জামিন মঞ্জুর করেন। বিষয়টি হিরো আলমের আইনজীবী শান্তা সাকসিনা গণমাধ্যমকে নিশ্চিত করেন।

এর আগে দুপুরে রাজধানীর হাতিরঝিলের উলন এলাকার অফিস থেকে হিরো আলমকে গ্রেপ্তার করে পুলিশ। তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান জানান, হিরো আলমের সাবেক স্ত্রী রিয়া মনির দায়ের করা মারামারির মামলায় জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে তাকে আটক করা হয়ে আদালতে পাঠানো হয়। গত ১২ নভেম্বর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান এই পরোয়ানা জারি করেছিলেন।

মামলার অভিযোগ

মামলার এজাহারে বলা হয়, মনোমালিন্যের জেরে রিয়া মনিকে তালাক দিয়ে বাসা থেকে বের করে দেন হিরো আলম। পরে মীমাংসার কথা বলে গত ২১ জুন হাতিরঝিলে এক বাসায় ডেকে নেওয়া হলে সেখানে রিয়া মনি তার পরিবারের সঙ্গে গেলে হিরো আলমসহ আরও ১০–১২ জন তাদের উদ্দেশে গালিগালাজ শুরু করেন। একপর্যায়ে রিয়া মনিকে কাঠের লাঠি দিয়ে মারধর করা হয় এবং তার গলায় থাকা দেড় ভরি সোনার চেইন কৌশলে নিয়ে যায় আসামিরা।

রিয়া মনি গত ২৩ জুন হাতিরঝিল থানায় মামলাটি দায়ের করেন। মামলার পরপরই হিরো আলম বগুড়ার ধুনটে বন্ধুর বাড়িতে গিয়ে অতিরিক্ত ঘুমের ওষুধ সেবন করে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে সেদিনই ঢাকা থেকে ছুটে যান রিয়া মনি।

এ মামলায় হিরো আলমের সঙ্গে তার সহযোগী আহসান হাবিব সেলিমও আসামি। দুজনই জামিনে থাকলেও নিয়মিত হাজিরা না দেওয়ায় তাদের জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

Share This Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!