1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ১৬ অগাস্ট ২০২৫, ১০:৫৭ অপরাহ্ন

জব্বারের বলী খেলায় শিরোপা ধরে রাখলেন কুমিল্লার বাঘা শরীফ

প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫

চট্টগ্রামের ঐতিহ্যবাহী আব্দুল জব্বারের বলী খেলার ১১৬তম আসরে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার হোমনার ‘বাঘা শরীফ’।

শুক্রবার অনুষ্ঠিত ফাইনালে তিনি একই জেলার রাশেদকে ৩০ মিনিটের লড়াই শেষে ‘টেকনিক্যাল আউট’-এর মাধ্যমে পরাজিত করেন। গত বছরও এই দুই বলী মুখোমুখি হয়েছিলেন, যেখানে শরীফ প্রথমবারেই শিরোপা জেতেন।

এবার প্রথম রাউন্ডে অংশ নেন ৮০ জন বলী। পরে প্রথম রাউন্ডের চারজন ও আগের বছরের শীর্ষ চারজন নিয়ে হয় চ্যালেঞ্জ রাউন্ড। সেখান থেকে শরীফ ও রাশেদ সেমিফাইনাল পেরিয়ে পৌঁছান ফাইনালে।

প্রতিবছর বাংলা ১২ বৈশাখ চট্টগ্রামের লালদিঘী ময়দানে এ খেলাটি অনুষ্ঠিত হয়। ১৯০৯ সালে ব্রিটিশ বিরোধী আন্দোলনের অংশ হিসেবে আব্দুল জব্বার সওদাগর বলী খেলার সূচনা করেন।

বলী খেলাকে কেন্দ্র করে তিন দিনব্যাপী বৈশাখী মেলা বসে, যেখানে মাটির পাত্র, বেত-কাঠের সামগ্রী, চারা গাছ, খাবারদাবারসহ নানা পণ্য বিক্রি হয়। মেলাটি চট্টগ্রামের মানুষের জন্য আনন্দ-উৎসবের অন্যতম কেন্দ্র।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!