রাজধানীর মাতৃভাষা ইনস্টিটিউটে রোববার (১১ মে) এক আলোচনা সভায় আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, নতুন সংবিধান প্রণয়ন হতে বহুদিন লাগতে পারে। নাগরিক উদ্যোগ, নাগরিক কোয়ালিশন ও সংবিধান সংস্কারে নাগরিক জোটের ৭ প্রস্তাবের ওপর এ আলোচনা হয়।
আসিফ নজরুল বলেন, সংবিধান প্রণয়ন প্রক্রিয়া জটিল ও সময়সাপেক্ষ। পার্শ্ববর্তী দেশে এ প্রক্রিয়া ৮-৯ বছর লেগেছে। এসময় বর্তমান সংসদই ৭২-এর সংবিধান সংশোধন করে পরিচালনা করবে। গণপরিষদ গঠনের পর নতুন সংবিধান প্রণয়নে ২-৩ বছর লাগতে পারে বলেও তিনি উল্লেখ করেন।
প্রধানমন্ত্রীর ক্ষমতা সীমিত করা, উচ্চ আদালতের বিকেন্দ্রীকরণ, বিচার বিভাগের স্বাধীনতা এবং জুলাই সনদের গুরুত্বের বিষয়েও তিনি মত প্রকাশ করেন।