1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৫ পূর্বাহ্ন

পাঁচ সিনেমায় ১,৩০০ কোটি—রাশমিকা মন্দানার ক্যারিয়ারের সেরা বছর

বিনোদন ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫

ক্যারিয়ারের সবচেয়ে বৈচিত্র্যময় ও সাফল্যমণ্ডিত বছর পার করছেন রাশমিকা মন্দানা। ২০২৫ সাল শুরু করেছিলেন ভিকি কৌশলের বিপরীতে ব্লকবাস্টার ‘ছাবা’ দিয়ে, আর বছর শেষ করেছেন সমালোচকদের প্রশংসিত ‘দ্য গার্লফ্রেন্ড’ দিয়ে। পাঁচটি ভিন্ন ঘরানার ছবিতে অভিনয় করে তিনি নিজেকে আরও শক্তভাবে প্রতিষ্ঠিত করেছেন।

দ্য হলিউড রিপোর্টার ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে রাশমিকা জানান, গত ৯ বছর ধরে নিজের সক্ষমতা প্রমাণের চাপেই ছিলেন তিনি। কিন্তু ‘দ্য গার্লফ্রেন্ড’-এর ভূমা দেবী চরিত্র তাকে সেই চাপ থেকে মুক্তি দিয়েছে। তার ভাষায়, “এই চরিত্রটা করতে গিয়ে প্রথমবার মনে হয়েছে—ঠিক আছে, আমি পারছি।” তিনি বলেন, ‘অ্যানিমেল’ সিনেমায় সমালোচনা থাকলেও তার চরিত্র ‘গীতাঞ্জলি’ দুর্বল ছিল না; বরং বেশিরভাগ ছবিতে তিনি শক্তিশালী নারী চরিত্রই করেছেন।

‘দ্য গার্লফ্রেন্ড’ নিয়ে শুরুতে খুব আশা ছিল না রাশমিকার। কিন্তু দর্শকের প্রতিক্রিয়া তাকে অবাক করেছে।

চলতি বছরের সাফল্যের শুরু ১৪ ফেব্রুয়ারি মুক্তিপ্রাপ্ত ঐতিহাসিক অ্যাকশন সিনেমা ‘ছাবা’ দিয়ে। লক্ষ্মণ উতেকর পরিচালিত ছবিটি বক্স অফিসে ৮০০ কোটি রুপির বেশি আয় করে। এরপর ৩০ মার্চ মুক্তি পায় এ আর মুরুগোদাসের ‘সিকান্দার’, যেখানে প্রথমবার সালমান খানের সঙ্গে জুটি হন তিনি। সিনেমাটি ১৭৬ কোটি রুপি আয় করে।

হিন্দি সিনেমার পর রাশমিকা ফিরে আসেন দক্ষিণী ইন্ডাস্ট্রিতে। তাকে দেখা যায় তামিল–তেলেগু সিনেমা ‘কুবেরা’য়, যা ২০ জুন মুক্তির পর প্রায় ১১৫ কোটি রুপি সংগ্রহ করে। এরপর ২১ অক্টোবর দেওয়ালিতে মুক্তি পায় ‘থামা’, যার মাধ্যমে ম্যাডক ফিল্মসের হরর–কমেডি ইউনিভার্সে অভিষেক হয় রাশমিকার। আয়ুষ্মান খুরানার সঙ্গে এই ছবিটি এখনো চলছে এবং ইতোমধ্যে ১৬৮ কোটি রুপি আয় করেছে।

সবশেষ ৭ নভেম্বর মুক্তি পায় রাহুল রবিন্দ্রন পরিচালিত তামিল রোমান্টিক–ড্রামা ‘দ্য গার্লফ্রেন্ড’। দীক্ষিত শেঠিকেও দেখা গেছে এতে। মুক্তির এক সপ্তাহের মধ্যেই সিনেমাটি বক্স অফিসে প্রায় ৫০ কোটি রুপি আয় করেছে।

সব মিলিয়ে এ বছর রাশমিকার পাঁচটি সিনেমা বক্স অফিস থেকে আয় করেছে ১,৩০০ কোটিরও বেশি রুপি—এ বছরের বক্স অফিসে অন্য কোনো নায়িকা তার ধারেকাছেও নেই।

Share This Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!