অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলের হামলায় আরও ১১৬ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ৩৮ জন যুক্তরাষ্ট্র-সমর্থিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের (জিএইচএফ) সহায়তা কেন্দ্রের সামনে গুলিবিদ্ধ হন।
এছাড়া গাজা সিটির আল-শিফা হাসপাতালে অনাহারে মারা গেছে ৩৫ দিন বয়সী এক শিশু। হাসপাতালের পরিচালক ডা. মুহাম্মদ আবু সালমিয়া জানান, অপুষ্টি ও খাদ্যের অভাবে শিশুটির মৃত্যু হয়। তিনি আরও বলেন, “এদিন অন্তত দুজন ব্যক্তি অনাহারে মারা গেছেন আমাদের হাসপাতালে।”
রোববার (২০ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়, মানবিক সহায়তা বন্ধ করে দেওয়া এবং বিতর্কিত ত্রাণ কেন্দ্রগুলোর সামনে ক্ষুধার্ত মানুষের ওপর গুলি চালানোর মতো ঘটনায় গাজায় আবারও হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়েছে।